ফেনীতে আচরণবিধি ভাঙায় জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেনীতে আচরণবিধি ভাঙায় জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
ফেনীতে আচরণবিধি ভাঙায় জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ad728

ফেনীর সোনাগাজী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫–এর ২৭ নম্বর বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় আব্দুল হাইয়ের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া জানান, জামায়াতের এক প্রার্থীর পক্ষে এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালানো হয়। পাশাপাশি ওই প্রচারণার ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়—এমন অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে