আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: সরাইলে রুমিন ফারহানা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: সরাইলে রুমিন ফারহানা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2026 ইং
আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে: সরাইলে রুমিন ফারহানা ছবির ক্যাপশন:
ad728

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই ও ত্যাগের ফসল যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে জন্য ভোটারদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, “১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি এসে পড়ে, তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে।”

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বক্তব্যে নির্বাচনকে কেন্দ্র করে ভোট সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন রুমিন ফারহানা।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। যেন একটি জাল ভোটও না পড়ে। আমার একটি হাঁসও যেন কোনো শিয়াল চুরি করতে না পারে। গুনে গুনে হাঁস খোঁয়াড়ে তুলবেন।” তার বক্তব্যে প্রতীকের মাধ্যমে ভোট রক্ষার বিষয়টি বারবার উঠে আসে।

রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচনে হাঁস প্রতীক কোনো দল বা বিশেষ গোষ্ঠীর নয়; এটি সাধারণ মানুষের প্রতীক। তার ভাষায়, “হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা।” তিনি আরও বলেন, এটি সংসদের ৩০০ এমপির বিরুদ্ধে একা লড়াই করার প্রতীক—কোনো হাই কমান্ড বা প্রভাবশালী নেতার নয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভোটের দিন সকাল থেকে শুরু করে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে। তিনি বলেন, “আপনারাই আমার ভোটের হেফাজতকারী। একটি দিন আমার জন্য কষ্ট করুন। আমি কথা দিচ্ছি, আগামী পাঁচ বছরে এই দুই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব।”

পথসভায় স্থানীয় গ্যাস সংকটের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ গ্যাসের সংকটে ভুগছেন, অথচ এ অঞ্চল থেকেই দেশের গ্যাসের বড় অংশ সরবরাহ করা হয়। “ব্রাহ্মণবাড়িয়ায় হাজার নেতা এসেছেন, হাজার নেতা গেছেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে পাবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ—তারপর যাবে দেশের অন্য এলাকায়,” বলেন তিনি।

হাইকমান্ড নির্ভর রাজনীতির সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, এলাকার মানুষের ন্যায্য দাবি নিয়ে কথা বলতে তিনি কোনো দলের নির্দেশনার অপেক্ষায় নেই। “হাইকমান্ডের ডানহাত-বামহাত কিংবা কোনো আঙুলের নেতা—কাউকেই এ কথা বলতে শুনিনি। এলাকার মানুষের যে দাবি, আমারও সেই একই দাবি,” বলেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ ট্রাক অস্ত্র মামলার আসামি মরিয়ম বেগম আবার গ্রেপ্তার

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি মরিয়ম বেগম আবার গ্রেপ্তার