কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
কেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা প্রতিহত করার জন্য ভোটারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিরাল্লা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে ওই কর্মসূচিতে অংশ নেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এবার আপনারাই কেন্দ্র পাহারা দেবেন। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, তাহলে তাদেরকে প্রতিহত করবেন।” তিনি ভোটারদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভোটের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে এবং মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত—তাদের বিরুদ্ধে ভোট দেওয়াই হবে ইনসাফের পক্ষে অবস্থান। তার ভাষায়, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রায় দিতেই এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। কেউ টাকা নিয়ে এলে আমরা তাকে প্রত্যাখ্যান করব।” হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে দেখা গেছে নেতারা একদিন ভোটারদের পেছনে ঘুরে সামান্য টাকা দেন, আর ভোটারদের পাঁচ বছর সেই নেতাদের পেছনে ঘুরতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এসব কর্মসূচি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মিসিসিপিতে একাধিক স্থানে বন্দুক হামলা, প্রাণ গেল ৬ জনের

মিসিসিপিতে একাধিক স্থানে বন্দুক হামলা, প্রাণ গেল ৬ জনের