গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এই আসনটি দীর্ঘদিন ধরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায়। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, তিনি নিজেকে একজন নিরপেক্ষ নাগরিক হিসেবে বিবেচনা করেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। তার ভাষ্য অনুযায়ী, দলীয় রাজনীতির নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের প্রকৃত সমস্যা সংসদে তুলে ধরতে পারেন না। সে কারণেই তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে চান।
এদিকে গোপালগঞ্জ–৩ আসনে নির্বাচন ঘিরে আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে আসন্ন নির্বাচনে এই আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কসমিক ডেস্ক