পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার ফোনালাপ ছবির ক্যাপশন:
ad728

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রোববার অনুষ্ঠিত এই ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় আঞ্চলিক প্রেক্ষাপটও গুরুত্ব পায়। এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি উদ্ভূত পরিবর্তনশীল পরিস্থিতিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হন।

দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে ফোনালাপটি শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স বাড়ায় বাজার সামাল দিতে ৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্

রেমিট্যান্স বাড়ায় বাজার সামাল দিতে ৩ বিলিয়ন ডলার কিনল কেন্দ্