নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে উদ্ভাবনী প্রচারের তাগিদ তথ্য সচিবের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে উদ্ভাবনী প্রচারের তাগিদ তথ্য সচিবের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে উদ্ভাবনী প্রচারের তাগিদ তথ্য সচিবের ছবির ক্যাপশন: নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জেলা পর্যায়ে উদ্ভাবনী প্রচারের তাগিদ তথ্য সচিবের
ad728

বুধবার জুম প্ল্যাটফর্মে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সচিব। সভায় মাঠ পর্যায়ে কর্মরত অধিদপ্তরের ৬৮টি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

তথ্য সচিব বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এবারের জাতীয় নির্বাচন হবে একেবারেই ব্যতিক্রমধর্মী। জেলা তথ্য অফিসগুলোই ভোটারদের মাঝে গভীরভাবে প্রচার ও জনমত গঠনে মুখ্য ভূমিকা পালন করবে। তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আজ থেকেই মাঠে নেমে প্রচারণা জোরদার করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ও গ্রামের সর্বনিম্ন স্তর পর্যন্ত এ তথ্য পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ, যা তথ্য অফিসাররা সফলভাবে মোকাবিলা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন সচিব। গুজব প্রতিরোধে পিআইবি ও বাংলা ফ্যাক্টের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

সভাপতির বক্তব্যে মহাপরিচালক জানান, গণযোগাযোগ অধিদপ্তর শতবর্ষেরও বেশি সময় ধরে দেশের প্রচার কার্যক্রম পরিচালনা করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক ভাষায় ৩৪টি প্রচারণামূলক গান তৈরি করা হয়েছে, যা নির্দিষ্ট এলাকায় পরিবেশন করা হবে। গ্রামীণ হাট-বাজারে ভোটদানের প্রক্রিয়ার ডেমো প্রদর্শনের মাধ্যমে ভোটারদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আশা প্রকাশ করেন, আধুনিক ও হৃদয়গ্রাহী প্রচার পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, যুগ্ম সচিব মাহফুজা আখতারসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরাইলে রুমিন ফারহানার উঠান বৈঠকে বিশৃঙ্খলা, আহত কয়েকজন

সরাইলে রুমিন ফারহানার উঠান বৈঠকে বিশৃঙ্খলা, আহত কয়েকজন