বয়লার টিউব ফেটে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বয়লার টিউব ফেটে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
বয়লার টিউব ফেটে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন স্থগিত ছবির ক্যাপশন:
ad728

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) থেকে কেন্দ্রটির সব ইউনিট থেকে উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আওতাধীন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। তবে দীর্ঘদিন ধরেই কেন্দ্রটির একাধিক ইউনিট বিভিন্ন কারণে উৎপাদনের বাইরে রয়েছে। সর্বশেষ যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে পড়ে।

তথ্য অনুযায়ী, কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি গত বছরের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর আগে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকেই উৎপাদনের বাইরে রয়েছে। ফলে দীর্ঘ সময় ধরেই কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে ছিল।

চলতি বছরের ৩০ ডিসেম্বর ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর গত ১৪ জানুয়ারি ইউনিটটি পুনরায় চালু করা হলেও মাত্র চার দিনের মাথায় রবিবার আবারও সেটি বন্ধ হয়ে যায়। এর ফলে বর্তমানে কেন্দ্রটির তিনটি ইউনিটই উৎপাদনের বাইরে চলে গেছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের বয়লারের পুরো টিউব ফেটে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। তিনি বলেন, প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লারটি সম্পূর্ণ ঠান্ডা হলে মেরামতকাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, কবে নাগাদ আবার বিদ্যুৎ উৎপাদনে ফেরা যাবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এবারের মেরামত শেষে উৎপাদনে ফিরতে তুলনামূলকভাবে দীর্ঘ সময় লাগতে পারে। কারণ প্রথম ইউনিটটি প্রায় ২০ বছর পুরোনো এবং নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর বড় ধরনের মেরামতের প্রয়োজন হয়।

প্রধান প্রকৌশলী জানান, বড়পুকুরিয়া কয়লা খনির কয়লার ওপর নির্ভর করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে থাকা তৃতীয় ইউনিটটির যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলমান রয়েছে। চীন থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ এলে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে অন্তত তৃতীয় ইউনিটটি উৎপাদনে ফিরতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্র–ভারত–পাকিস্তানসহ ৩০ দেশের প্রতিনিধি জামায়াত সাম

যুক্তরাষ্ট্র–ভারত–পাকিস্তানসহ ৩০ দেশের প্রতিনিধি জামায়াত সাম