গাজা প্রশাসনে নতুন কাঠামো, ‘বোর্ড অব পিস’ ঘোষণা ট্রাম্পের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গাজা প্রশাসনে নতুন কাঠামো, ‘বোর্ড অব পিস’ ঘোষণা ট্রাম্পের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2026 ইং
গাজা প্রশাসনে নতুন কাঠামো, ‘বোর্ড অব পিস’ ঘোষণা ট্রাম্পের ছবির ক্যাপশন:
ad728

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘বোর্ড অব পিস গঠন করা হয়েছে। এ ঘোষণা দেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। বোর্ডের সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, এটি যেকোনো সময় বা যেকোনো স্থানে গঠিত বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হবে।’

এর আগে বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পৃথক আরেকটি পোস্টে ট্রাম্প নিজেও তাঁর পরিকল্পনার পরবর্তী ধাপ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে আমি নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার—গাজা পরিচালনার জাতীয় কমিটিকে (ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা) সমর্থন দিচ্ছি।’ তিনি জানান, অন্তর্বর্তী সময়ে গাজা শাসনে এই কমিটিকে বোর্ডের একজন হাই রিপ্রেজেন্টেটিভ সহায়তা করবেন। ট্রাম্পের ভাষায়, এই ফিলিস্তিনি নেতারা একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, মিসর, তুরস্ক ও কাতারের সহযোগিতায় হামাসের সঙ্গে একটি ‘বড় ধরনের নিরস্ত্রীকরণ চুক্তি’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এই প্রস্তাব অনুযায়ী, হামাসকে তাদের সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজায় তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে হবে।

ট্রাম্প বলেন, ‘হামাসকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে ইসরায়েলের কাছে সর্বশেষ জিম্মির মরদেহ হস্তান্তর এবং পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের পথে অগ্রসর হওয়া অন্তর্ভুক্ত।’ তিনি সতর্ক করে বলেন, ‘তারা চাইলে সহজ পথ বেছে নিতে পারে, নতুবা কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।’ ট্রাম্পের মন্তব্য, ‘গাজার মানুষ অনেক সহ্য করেছে। এখন সময় এসেছে শান্তির।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ট্রাম্প গাজা নিয়ে একটি ২০ দফার শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। ওই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, একটি টেকনোক্র্যাট প্রশাসন গঠন এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তাব ছিল। পাশাপাশি হামাসকে নিরস্ত্রীকরণের দাবিও তোলা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও এক লাখ ৭১ হাজার ৩০০ জনের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতির পরও অন্তত ৪৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি।

বোর্ড অব পিস কী

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজার অন্তর্বর্তী প্রশাসন পরিচালিত হবে ‘বোর্ড অব পিস’ নামে একটি আন্তর্জাতিক কমিটির অধীনে। বোর্ডে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই নিয়াদেনভের থাকার সম্ভাবনার কথা বলা হচ্ছে।

ইউরোপীয় কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে এ বিষয়ে একটি বৈঠকের পর বোর্ড অব পিস নিয়ে আরও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, বোর্ডের সদস্যদের নির্বাচন ব্যক্তিগতভাবে ট্রাম্পই করেছেন এবং ইতোমধ্যে তাঁদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বোর্ডের অধীন গঠিত অন্তর্বর্তী প্রশাসন প্রথম পর্যায়ে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সম্ভাব্য প্রধান আলী শায়াথ। যদিও জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুরোপুরি পুনর্গঠনে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কম তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত