বিশ্বকাপ আয়োজন থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপিদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিশ্বকাপ আয়োজন থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপিদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
বিশ্বকাপ আয়োজন থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপিদের ছবির ক্যাপশন:
ad728

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে যখন ফুটবলপ্রেমীরা উত্তেজনা ও উন্মাদনায় ভাসতে প্রস্তুত, ঠিক তখনই মাঠের বাইরের রাজনীতি ফুটবলের বৈশ্বিক আনন্দকে ছাপিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডের জেরে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। অবাক করার বিষয় হলো, এই দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ব্রিটেন থেকেই।

বিবিসির খবরে জানানো হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৩ জন এমপি ২০২৬ বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, আন্তর্জাতিক আইন ও অন্য দেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করলে কোনো দেশকে বৈশ্বিক ক্রীড়া মঞ্চে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।

ব্রিটিশ এমপিদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনা। অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেনারা এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে নিয়ে গেছে। এমপিদের মতে, এটি একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

এ ঘটনার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থামছেন না বলে অভিযোগ তোলা হয়েছে। বিভিন্ন দেশের বিরুদ্ধে একের পর এক সামরিক হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ভেনেজুয়েলা ও নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি গ্রিনল্যান্ড, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো, বিশ্বকাপের টিকিট কাটা কলম্বিয়া এবং ইরানে অভিযান চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, এসব কর্মকাণ্ড ফুটবলের মতো বৈশ্বিক ঐক্যের প্রতীককেও রাজনৈতিক সংঘাতের মুখে ফেলছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রণী ভূমিকার জন্য ট্রাম্প সম্প্রতি ফিফার কাছ থেকে ‘শান্তি পুরস্কার’ গ্রহণ করেন। কিন্তু ওই পুরস্কার পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সামরিক অভিযানের অভিযোগ ওঠায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে।

লেবার, লিবারেল ডেমোক্র্যাট, গ্রিন পার্টি ও প্লাইড কামরু—এই চারটি দলের ২৩ জন এমপি একটি যৌথ প্রস্তাবে স্বাক্ষর করেছেন। প্রস্তাবে তারা স্পষ্টভাবে বলেছেন, বিশ্বকাপ বা অলিম্পিকের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসর কোনো শক্তিশালী দেশের আইন লঙ্ঘনের হাতিয়ার হতে পারে না।

এক যৌথ বিবৃতিতে ব্রিটিশ এমপিরা বলেন, “কোনো স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এমন কর্মকাণ্ডের পরও যদি কোনো দেশকে বিশ্বকাপ আয়োজন বা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক ক্রীড়ার নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ হবে।”

এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে মাঠের বাইরের রাজনীতি যে ২০২৬ বিশ্বকাপের আগে বড় বিতর্কের জন্ম দিচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি বোর্ড

বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি বোর্ড