বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠে। এর জেরে নির্ধারিত সময়েও শুরু হয়নি বিপিএলের প্রথম ম্যাচ। মাঠে নামেননি কোনো ক্রিকেটার, বল গড়ায়নি ম্যাচে। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে স্টেডিয়ামের প্রধান গেট, যার বাইরে দেখা গেছে বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমীর ভিড়।
আজকের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে নির্ধারিত সময়ের মধ্যে তার পদত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মাঠে নামেননি ক্রিকেটাররা। ফলে বিপিএলের প্রথম ম্যাচ কার্যত স্থগিত হয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় পার হয়ে গেলেও আজকের ম্যাচে অংশ নেওয়ার কথা থাকা দুই দলের খেলোয়াড়রা এখনও নিজ নিজ টিম হোটেলেই অবস্থান করছেন। ম্যাচ ভেন্যুতে কোনো দল বা খেলোয়াড়ের উপস্থিতি দেখা যায়নি।
এর আগে গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে কোয়াব স্পষ্ট জানিয়ে দেয়, তাদের দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কট করা হবে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্রিকেটারদের নানা সমস্যা ও দাবি বিসিবির কাছে তুলে ধরা হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ আবারও সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। সেখানে বিপিএলের ছয়টি দলের ক্রিকেটারদের উপস্থিত থাকতে দেখা গেছে। দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া সেই সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বিসিবির ভূমিকার কড়া সমালোচনা করেন।
মোহাম্মদ মিঠুন বলেন, এখন পর্যন্ত ১৫ থেকে ২০টি ইস্যু নিয়ে বিসিবির কাছে গেলেও কোনো সমস্যারই সমাধান হয়নি। তার অভিযোগ, এম নাজমুল ইসলাম তার বক্তব্যে শুধু ক্রিকেটারদেরই নয়, ক্রিকেটারদের সঙ্গে সংশ্লিষ্ট অনেককেই অপমান করেছেন, যা গ্রহণযোগ্য নয়।
এই পরিস্থিতিতে বিপিএলের ভবিষ্যৎ সূচি এবং ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। ক্রিকেটারদের আন্দোলন ও বিসিবির অবস্থানের ওপর নির্ভর করছে পরবর্তী ম্যাচগুলো আদৌ মাঠে গড়াবে কি না।
কসমিক ডেস্ক