ন্যায়বিচারের স্বার্থে শহীদ শরিফ ওসমান হাদির ডিএনএ সংরক্ষণ করবে সিআইডি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ন্যায়বিচারের স্বার্থে শহীদ শরিফ ওসমান হাদির ডিএনএ সংরক্ষণ করবে সিআইডি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
ন্যায়বিচারের স্বার্থে শহীদ শরিফ ওসমান হাদির ডিএনএ সংরক্ষণ করবে সিআইডি ছবির ক্যাপশন: শহীদ শরিফ ওসমান হাদি
ad728

গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে প্রমাণ সংরক্ষণের স্বার্থে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ ডিএনএ নমুনা প্রোফাইলিং ও সংরক্ষণের অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলার ভুক্তভোগী শরিফ ওসমান হাদির মরদেহের সুরতহাল ২০ ডিসেম্বর সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হয় এবং এ সময় ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। মামলার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতের জন্য এসব নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে সংরক্ষণ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুবিন গর্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, চার মাস পর প্রকাশ তদন্ত

জুবিন গর্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, চার মাস পর প্রকাশ তদন্ত