দুপুরে রিমান্ড, সন্ধ্যায় আদালতের জামিনে মুক্ত তাহরিমা জান্নাত সুরভী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুপুরে রিমান্ড, সন্ধ্যায় আদালতের জামিনে মুক্ত তাহরিমা জান্নাত সুরভী

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
দুপুরে রিমান্ড, সন্ধ্যায় আদালতের জামিনে মুক্ত তাহরিমা জান্নাত সুরভী ছবির ক্যাপশন:
ad728

জুলাই আন্দোলনের নেত্রী তাহরিমা জান্নাত সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। সোমবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক অমিত কুমার দে রিভিশন পিটিশনের শুনানি শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জামিনের আদেশ দেন।

এর আগে একই দিন দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহদী একটি পৃথক শুনানিতে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সুরভীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেন।

জামিন আদেশের পর গাজীপুর জেলা কারাগারের জেলার দেওয়ান জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে তাহরিমা জান্নাত সুরভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সুরভীকে গত ২৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। ঢাকার একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় কালিয়াকৈর থানায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবীরা জানান, জামিনটি অন্তর্বর্তীকালীন হওয়ায় নির্ধারিত সময় শেষে মামলার পরবর্তী শুনানিতে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে যৌথবাহিনীর তল্ল

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে যৌথবাহিনীর তল্ল