‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত পাকিস্তান, ভাবনায় ভারত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত পাকিস্তান, ভাবনায় ভারত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মত পাকিস্তান, ভাবনায় ভারত ছবির ক্যাপশন:
ad728

ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলমান সংকটকে কেন্দ্র করে বৈশ্বিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানকে।

ভারতের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে। তবে এই শান্তি উদ্যোগে ভারত অংশ নেবে কি না—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে অংশ নিতে ইসলামাবাদ আগ্রহী।

আঞ্চলিক সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগ নিয়েছেন বলে আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্রগুলোর বরাতে আরও জানা যায়, এখন পর্যন্ত অন্তত ৬০টি দেশকে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিল।

তবে কোন কোন দেশ চূড়ান্তভাবে এই শান্তি বোর্ডে যোগ দিচ্ছে—সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, গাজা সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই ‘বোর্ড অব পিস’ উদ্যোগ ভবিষ্যতে বৈশ্বিক শান্তি আলোচনা ও কূটনৈতিক সমাধানের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রূপ নিতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুমকিতে ন্যাটোর ভবিষ্যৎ

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুমকিতে ন্যাটোর ভবিষ্যৎ