চীনে এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কারের তথ্য সামনে এসেছে। শানডং প্রদেশের ইয়ানতাই শহরের অধীন লাইঝো এলাকার উপকূলের সমুদ্রতলে বিপুল পরিমাণ স্বর্ণের মজুতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
চীনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, লাইঝো অঞ্চলে মোট স্বর্ণের মজুত বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশ। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এসব তথ্য প্রকাশ করলেও সমুদ্রতলে সদ্য আবিষ্কৃত স্বর্ণভাণ্ডারটির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানানো হয়নি।
এই তথ্যের ভিত্তিতে লাইঝো অঞ্চল বর্তমানে চীনের মধ্যে স্বর্ণের মজুত ও উৎপাদন—দুই ক্ষেত্রেই শীর্ষ অবস্থানে রয়েছে। এর আগে গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে প্রায় ১ হাজার ৪৪৪ টন মজুতের একটি ‘সুপার-লার্জ’ স্বর্ণভাণ্ডার আবিষ্কারের ঘোষণা দেয় দেশটি।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটিই সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডারগুলোর একটি। এর পাশাপাশি গত নভেম্বরে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কুনলুন পর্বতমালার পশ্চিমাংশে এক হাজার টনের বেশি সম্ভাব্য স্বর্ণমজুতসম্পন্ন আরেকটি খনির সন্ধান পাওয়ার তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে শানডং প্রদেশ কর্তৃপক্ষ জানায়, তারা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় এক-চতুর্থাংশ শনাক্ত করেছে। এর মধ্যে জিয়াওদং উপদ্বীপে অবস্থিত ৩ হাজার ৫০০ টনের বেশি স্বর্ণ রয়েছে, যা ইতোমধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণখনি বেল্ট হিসেবে পরিচিত।
কসমিক ডেস্ক