বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক অনন্য রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা। সিলেট টাইটানসের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬১ রানেই গুটিয়ে গেল নোয়াখালী এক্সপ্রেস। ২৪ বলের মধ্যে ২০টি ডট বল দিয়ে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন নাসুম।
টানা তিন ম্যাচ হারের বৃত্তে থাকা নোয়াখালী এক্সপ্রেস এই ম্যাচে একাদশে ফিরিয়েছিল সৌম্য সরকার ও মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তবে তাতেও ব্যাটিং বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি। সিলেটের স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই অসহায় দেখায় নোয়াখালীর ব্যাটাররা।
নাসুম আহমেদের নিয়ন্ত্রিত ও ধারালো স্পিনে একের পর এক উইকেট হারাতে থাকে নোয়াখালী। পুরো ইনিংসে মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। হাবিবুর রহমান সোহান করেন ১৮ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ২৫ রান। বাকিরা একের পর এক ব্যর্থতায় দ্রুত সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে মাত্র ৬১ রানেই অলআউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস।
চার ওভার বল করে নাসুম আহমেদ মাত্র ৭ রান দিয়ে নেন ৫টি উইকেট। এই বোলিং ফিগার বিপিএলে তার ক্যারিয়ার সেরা তো বটেই, একই সঙ্গে বিপিএলের ইতিহাসে যেকোনো স্পিনারের সেরা বোলিং ফিগার হিসেবেও এটি রেকর্ডে জায়গা করে নেয়।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সিলেট টাইটানস। পাওয়ার প্লেতেই দলীয় পঞ্চাশ রান পার করে তারা। এক উইকেটে ৫১ রান তুলে বড় জয়ের ইঙ্গিত দেয় সিলেট।
যদিও মেহেদী হাসান মিরাজের ব্যাটিংয়ের সময় জহির খানের টানা দুই ওভারে তিনটি উইকেট হারায় সিলেট, তবে তাতে ম্যাচের গতিপথ বদলায়নি। নবম ওভারেই লক্ষ্য পূরণ করে ফেলে দলটি।
সিলেটের হয়ে তৌফিক খান সর্বোচ্চ ১৮ বলে ৩২ রান করেন। ৬ উইকেট হাতে রেখে এবং ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় সিলেট টাইটানস।
এই জয়ে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি পায় সিলেট, আর নাসুম আহমেদের রেকর্ডব্রেকিং বোলিং বিপিএলের চলতি আসরে অন্যতম আলোচিত পারফরম্যান্স হিসেবে জায়গা করে নেয়।
কসমিক ডেস্ক