চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে তিন বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (আজ) বেলা ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নূর আবদুল্লাহ। সে ওই এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে তাঁদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের মূল বিষয় ছিল বাড়ির পাশের একটি জায়গায় ঘর নির্মাণ। এ নিয়ে আদালতে মামলা হলে সংশ্লিষ্ট জমিতে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিহত শিশুর বাবা নুরুল আলম জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে দ্বীন ইসলাম ও তাঁর ভাই আরিফুল ইসলাম ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় নুরুল আলমের মা নির্মাণকাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়।
একপর্যায়ে দ্বীন ইসলাম নুরুল আলমের মায়ের পাশে দাঁড়িয়ে থাকা শিশু নূর আবদুল্লাহর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত দ্বীন ইসলাম ও তাঁর ভাই পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, “জমি বিরোধকে কেন্দ্র করে শিশু নূর আবদুল্লাহ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে। স্থানীয়রা জমি বিরোধের মতো বিষয়ে শিশু হত্যার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
কসমিক ডেস্ক