
আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, একটি দল যদি হাতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা চালায়, তাহলে তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারায়। এমন দলকে কেউ রাজনীতির সুযোগ দেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ যদি নিজেদের ভুল স্বীকার না করে, তাহলে জনগণ তাদের কখনো ক্ষমা করবে না।
নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সারা দেশে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম ও শহরের সর্বত্র প্রচারণা চালাচ্ছেন। তবে তাঁর মতে, আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতি থেকে কার্যত ডিসকোয়ালিফাই করেছে।
তিনি বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। জনগণের আস্থা ফিরে পেতে হলে অতীতের ভুল স্বীকার করা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আওয়ামী লীগ সে পথে এখনো হাঁটেনি বলে মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম আরও বলেন, জনগণ রাজনীতি থেকে সহিংসতা ও অস্ত্রের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। যারা জনগণের ওপর হামলা চালায়, তারা গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। এ বিষয়ে জনগণ সচেতন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌরপাল সেবা আশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ।