
প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখালেন মেঘনা আলম। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান পরিচালিত বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটির একটি নির্দিষ্ট মিশন নিয়ে পর্দায় হাজির হবেন মেঘনা আলম এবং মিশন শেষ হলে চরিত্রটি গল্প থেকে বিদায় নেবে বলে জানা গেছে।
নাটকের ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতে।
অভিনয়ে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে তাঁর মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। সে সময় তিনি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। তবে শৈশব থেকেই অভিনয়ের প্রতি একটি গভীর আগ্রহ ও স্বপ্ন ছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের সংলাপে এই ধারাবাহিক নাটকের মাধ্যমে টেলিভিশন পর্দায় তাঁর প্রথম অভিনয় অভিজ্ঞতা হতে যাচ্ছে। পুরো অভিজ্ঞতাটিকে তিনি দারুণ উপভোগ্য বলে উল্লেখ করেন এবং নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে ভীষণ উচ্ছ্বসিত বলেও জানান।
নাটক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মহল্লা’ ধারাবাহিকটিতে প্রতিটি পর্বেই নতুন নতুন চরিত্র ও ঘটনার মাধ্যমে গল্প এগিয়ে যায়। সেই ধারাবাহিকতায় মেঘনা আলমের চরিত্রটি গল্পে রহস্য ও নতুন মোড় যোগ করবে।
অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন এবং কৃষিবিষয়ক নানা কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি এসব বিষয় নিয়ে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন।
রাজনীতিতেও সরব মেঘনা আলম। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনয়, সামাজিক আন্দোলন এবং রাজনীতি—এই তিন ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রেখে নিজের ভিন্ন পরিচয় তুলে ধরছেন তিনি।