
ঘন কুয়াশার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রানওয়ের দৃশ্যমানতা পর্যাপ্ত না থাকায় ৯টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়াশার কারণে চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ আরও জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে শুক্রবার সকাল ৯টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো ধাপে ধাপে ঢাকায় ফিরিয়ে আনার কার্যক্রম চলছে।
এদিকে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই শীতের তীব্রতা ও ঘন কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনেও এই শীতল ও কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।