
দেশের স্বার্থে আগামীতেও বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে পারস্পরিক বোঝাপড়া ও সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইতিহাসে এক বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। তাঁর জানাজা ও বিদায় অনুষ্ঠানে মানুষের আবেগঘন উপস্থিতি ও অশ্রুসিক্ত শ্রদ্ধা ছিল তার জীবনের অবদানেরই প্রতিফলন। তিনি বলেন, জাতির জন্য খালেদা জিয়া যে ত্যাগ ও ভূমিকা রেখেছেন, সেটার প্রতিদান আল্লাহ তাঁকে মানুষের ভালোবাসার মাধ্যমে দিয়েছেন।
জামায়াত আমির আরও বলেন, এই ভালোবাসা ও সম্মান আমাদের জন্য অনুপ্রেরণা। আমরাও যদি দেশের জন্য সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি, তবে মানুষ আমাদেরও সম্মানের সঙ্গে স্মরণ করবে।
রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট হবে প্রয়োজনীয় সংস্কারের জন্য, আর জাতীয় নির্বাচন হবে সরকার গঠনের লক্ষ্যে। তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
তিনি জানান, বিএনপির সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও দেশের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করার ব্যাপারে উভয় দলই একমত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারাও একই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরের জন্য জাতির স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গঠনের আগে সব পক্ষ একসঙ্গে বসে খোলা মনে আলোচনা করবে এবং জাতির কল্যাণে যৌথ সিদ্ধান্ত নেবে—এমন প্রত্যাশাই জামায়াতের।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি রেখে গেছেন, সেই পাটাতনের ওপর দাঁড়িয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও দায়িত্ববোধের মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।