
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা ও রাষ্ট্রীয় শোক চলাকালীন বিধিনিষেধ উপেক্ষা করে থার্টি ফার্স্ট নাইটে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ফানুস ও আতশবাজি ফোটানো হয়েছে। এতে অন্তত একটি এলাকায় ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বুধবার রাত সাড়ে ১১টা থেকেই রাজধানীর বহু এলাকায় আকাশে ফানুস উড়তে দেখা যায়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় আতশবাজি ও পটকার বিকট শব্দে নতুন বছরকে স্বাগত জানানো হয়। প্রায় প্রতিটি ভবনের ছাদে বাসিন্দাদের ভিড় দেখা যায়, যারা ফানুস উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে উদযাপনে অংশ নেন।
ধানমন্ডি এলাকায় চারদিক থেকে আগুনের ফুলকির মতো আতশবাজি ফোটার দৃশ্য দেখা যায়। উচ্চ শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। একই সঙ্গে আকাশে ড্রোন ও অসংখ্য ফানুস উড়তে দেখা গেছে। রাত পৌনে ১টা পর্যন্তও বিভিন্ন এলাকায় আতশবাজির শব্দ শোনা যাচ্ছিল।
মোহাম্মদপুরের বসিলা এলাকায় রাত ১০টার আগেই ফানুস ও আতশবাজি ফোটানো শুরু হয়। রাত ১১টার পর আদাবর এলাকাতেও আকাশে অসংখ্য ফানুস ভাসতে দেখা যায়। রাত ১২টার দিকে শুরু হয় আতশবাজির বিকট শব্দ।
এদিকে ফানুসের আগুন ও আতশবাজির তীব্র শব্দে পাখি ও অন্যান্য প্রাণীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পাখিকে উড়াউড়ি করতে দেখা যায়, কিছু কবুতর ভবনের ছাদে আশ্রয় নেয়। অলিগলিতে কুকুর ও বিড়ালকে ভীত অবস্থায় ছুটোছুটি করতেও দেখা গেছে।
এ সময় রাজধানীর মনসুরাবাদ এলাকায় ফানুস থেকে আগুন লাগার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। যদিও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, তবে আগুনের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাসিন্দারা।
বেশ কয়েকজন নগরবাসী অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও ফানুস ও আতশবাজি বন্ধে কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতার ঘোষণাও বাস্তবে চোখে পড়েনি বলে অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশ থার্টি ফার্স্ট নাইটে ফানুস, আতশবাজি, পটকা ও সব ধরনের বিস্ফোরক ও অগ্নিসংযোগমূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল। অগ্নিকাণ্ড ও জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ সময় রাজধানীতে সব ধরনের পটকা, আতশবাজি, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করে ডিএমপি কঠোর নির্দেশনা জারি করে।