
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই সংস্থার পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের দপ্তর ও মসজিদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জানানো হয়। ওই পত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর আওতায় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ ২ জানুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই দোয়া আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ইসলামিক ফাউন্ডেশনের অধীন সব দপ্তর ও কার্যালয়ে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে তদারকি করবেন। একই সঙ্গে মসজিদভিত্তিক দোয়া আয়োজন যেন যথাযথভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে স্থানীয় ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হওয়ায় সারাদেশে একইসঙ্গে এই দোয়া আয়োজনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর জন্য সম্মিলিতভাবে দোয়া করা হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একাধিকবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির চেয়ারপারসন হিসেবে দলীয় নেতৃত্বে রয়েছেন। তার জন্য বিশেষ দোয়ার এই উদ্যোগকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।