
কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে রংপুরে স্বল্প পরিসরে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। তবে বই সংকট ও পরিবর্তিত পরিস্থিতির কারণে এবার জাঁকজমকপূর্ণ বই উৎসব হয়নি। পর্যাপ্ত বই না থাকায় অনেক শিক্ষার্থী বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ নিতে পারেনি।
বৃহস্পতিবার সকালে রংপুরে স্বল্প পরিসরে বিনামূল্যে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা স্কুল, ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনের বই বিতরণ কার্যক্রম শুরু করার খুশি শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এখনও বিপুলসংখ্যক বই সরবরাহ বাকি রয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই বাকি বই সরবরাহ ও বিতরণ সম্পন্ন করা হবে। বিভাগজুড়ে প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য প্রয়োজন ছিল এক কোটির বেশি বই, তবে এখনো অর্ধেকের বেশি বই পৌঁছায়নি। বিশেষ করে মাধ্যমিক স্তরে প্রায় ৬৫ শতাংশ বই আসেনি। এর পরেও শিক্ষার্থীরা নতুন বই পেয়ে অনেক খুশি।