
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবে জাতীয় পার্টি (জাপা)। এ উপলক্ষে ঢাকায় অবস্থানরত দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশনায় দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এই আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকায় অবস্থানরত জাতীয় পার্টির সব পর্যায়ের নেতাকর্মীদের বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে অবস্থিত পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সেখান থেকে সংগঠিতভাবে জানাজাস্থলে অংশ নেবে দলটি।
জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের ক্ষেত্রে শৃঙ্খলা ও দলীয় নির্দেশনা অনুসরণ করার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।