
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ ঠিকাদারবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আক্কেলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুর রহমান পল্টু, বিএনপি নেতা এম কেরামত আলী, মামুনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ডা. আবু শফি মাহমুদ এর আগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলি হয়ে আক্কেলপুরে যোগদান করেন। আক্কেলপুরে দায়িত্ব গ্রহণের পর তিনি ওষুধ, পথ্যসহ বিভিন্ন সরবরাহ কার্যক্রম নিজ এলাকা রংপুরের এক ব্যক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ তোলা হয়, যার ফলে স্থানীয় ঠিকাদাররা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও দাবি করেন, সরবরাহকৃত সামগ্রীর মান নিম্নমানের হওয়ায় রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। তারা ‘নিজেই রক্ষক, নিজেই ভক্ষক’ মন্তব্য করে অবিলম্বে ওই কর্মকর্তাকে অপসারণের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত ছয় দফা অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানোর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাতের কাছে জমা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন, তিনি অভিযোগের কপি গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ মুঠোফোনে বলেন, স্থানীয় ঠিকাদার এম কেরামত আলীকে কাজ না দেওয়ায় তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানববন্ধন আয়োজন করেছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানহানি করার চেষ্টা করছেন। অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।