
ইরান আমেরিকা, ইসরাইল ও ইউরোপের সঙ্গে লড়াই চালাচ্ছে। এদের সকলের লক্ষ্য ইরানকে চাপে রেখে দুর্বল করা। কিন্তু ইরান আত্মসমর্পণ করবে না। শনিবার এমন ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার কথায়, ইউরোপের দেশগুলোর চাপ অনেক বেশি বিপজ্জনক। ঠিক এই সময়ই ইরানে আক্রমণ চালানোর জন্য আমেরিকার সঙ্গে কথা বলছে ইসরাইল।
জানা গিয়েছে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এই বৈঠকের আগেই ইরানের প্রেসিডেন্ট আত্মসমর্পণ না করার হুঁশিয়ারি দিয়েছেন। পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইসরাইল এবং আমেরিকা ফের ইরানে আক্রমণ চালালে পাল্টা জবাব দেওয়া হবে।
তার অভিযোগ, আমেরিকা, ইসরাইল ও ইউরোপ চায়না ইরান নিজের পায়ে দাঁড়াক। তিনি বলেন, ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি অন্যরকম ছিল। বর্তমান যুদ্ধ ভিন্নপ্রকৃতির; এখন চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে।
বর্তমানে শুধু সামরিক যুদ্ধ নয়, আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা সব দিক থেকে চাপ দেওয়া হচ্ছে। ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাঠামো পুনর্নির্মাণ করছে এবং জুনের সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে।
জুন মাসে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষেত্রগুলোতে বিমান হামলা ও গোপন অভিযান চালিয়ে প্রায় ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। জবাবে ইরান ইসরাইলে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছিল। পরে আমেরিকাও জড়িয়ে যায় এই যুদ্ধে।