
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তাদের দলে স্থান দিচ্ছে। সচিবালয়ে রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দিয়েছেন।
উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সতর্ক থাকা উচিত এবং দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকা ও প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া প্রয়োজন। তিনি বিশ্বাস করেন, এভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
হাদির হত্যাকা-সহ বিভিন্ন ঘটনার তদন্তে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জন স্বীকারোক্তি দিয়েছে, চারজন ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট দেয়ার আশা করা হচ্ছে।
লক্ষ্মীপুরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, খুলনায় গুলিবিদ্ধ ঘটনা ও ময়মনসিংহে ধর্মীয় কটূক্তি-ভিত্তিক হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামিদের গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় মোট ১৮ জন দুষ্কৃতকারী পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টমূলে ১২ হাজার ৩৪৮ জনসহ মোট ২২ হাজার ৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিতকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল উদ্যোগ গ্রহণ করছে।