
রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ বন্ধের বিষয়ে স্পষ্ট চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, দুই নেতা দাবি করেছেন যে বৈঠক ফলপ্রসূ হয়েছে।
যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ২০ দফা শান্তি প্রস্তাবের ৯০ শতাংশ বিষয়েই দুই পক্ষ একমত হয়েছেন। ট্রাম্প জানান, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির ৯৫ শতাংশই নিশ্চিত হয়েছে এবং যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে।
দুই নেতা উল্লেখ করেন, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও একমত হওয়া যায়নি। বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপও করেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা আবার সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন। তবে মস্কোর দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভূখণ্ড নিয়ে ইউক্রেন ও রাশিয়া উভয়ই নমনীয় নয়।