
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গতকাল পর্যন্ত দেশের ৩০০ আসনে দুই হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনআইডি অনুবিভাগ ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এ পর্যন্ত ২৭৮০ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, তবে জমা দিয়েছেন মাত্র ৩১ জন।
অঞ্চলভিত্তিক সংখ্যা অনুযায়ী:
রংপুর: সংগ্রহ ২৮৩, জমা ৩এই তথ্য প্রকাশ করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অংশগ্রহণের চিত্র তুলে ধরা হয়েছে।