বিএনপি যুগপৎ আন্দোলনের ১৫টি আসনে শরিকদের জন্য মনোনয়ন দিয়েছে। ছয়টি দল নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, বাকিদের নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেবেন। চারজন নেতা নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন, আর দুইজন মহাসচিবও বিএনপিতে যুক্ত হয়েছেন। ধানের শীষে অংশ নিচ্ছেন শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), সৈয়দ এহসানুল হুদা (কিশোরগঞ্জ-৫), ববি হাজ্জাজ (ঢাকা-১৩) সহ আরও কয়েকজন।
শরিক দলগুলো—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি—নিজস্ব প্রতীকে লড়বেন। চট্টগ্রাম, যশোর, কুমিল্লা ও ঝিনাইদহসহ কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে।
শরিকরা ধানের শীষ প্রতীকে ভোটে লড়ার কারণ হলো জয় নিশ্চিত করতে বাস্তবতা ও স্থানীয় সংগঠনের দুর্বলতা। বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বও এই কৌশলকে উৎসাহিত করছে, যা প্রার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে।