
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যকে সহজ ও দ্রুততর করতে ঢাকায় একটি চীনা ব্যাংক স্থাপনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি এম খোরশেদ আলম শনিবার মুন্সীগঞ্জের একটি রিসোর্টে অনুষ্ঠিত বার্ষিক ভ্রমণ কর্মসূচিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশের কোনো একটি দুর্বল ব্যাংকে বিনিয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে সহজেই ঢাকায় চীনা ব্যাংকিং শুরু করা সম্ভব। এতে লেনদেন সহজ হবে এবং এটি একটি লাভজনক উদ্যোগও হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও এ ধরনের ব্যাংকের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা চীনা উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও মেডিকেল নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে বিনিয়োগের আহ্বান জানান। তারা আশা করছেন, এসব উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে দুই দেশের দুই শতাধিক ব্যবসায়ী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন। চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাটেরগো টেক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারলোড জ্যাং জানান, পরিবহনে ব্যবহারের জন্য লিড ব্যাটারির একটি কারখানা দ্রুত ঢাকায় স্থাপন করতে চাইছেন। এছাড়া চীনা ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইদাই ইলু চায়নিজ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাদী জানান, ছয় মাসের চীনা ভাষা কোর্স সম্পন্ন করলেই বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ পাওয়া যাবে।