
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, কমিশন যেসব প্রস্তাব জানিয়েছে, তার একটি প্রস্তাবও এ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “আমাদের প্রস্তাবের কোনো সুপারিশ বাস্তবায়িত হয়েছে বলার মতো তথ্য নেই। এ জন্য আমি দুঃখিত।”
শনিবার রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কামাল বর্তমানে দ্য ডেইলি স্টারের কলসাল্টিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া সৈয়দা রিজওয়ানা হাসান। কামাল আহমেদ উপদেষ্টার উদ্দেশে বলেন, “তার ঘাড়ে হয়তো দোষ চাপানো যাবে না; কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দোষ চাপানো সম্ভব। অন্তর্বর্তী সরকার যে কোনো পদক্ষেপ নেয়নি, এটাই সত্য।”