
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
নতুন ব্যাংকে গ্রাহকদের হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। বিদ্যমান চেক বই ব্যবহার করে গ্রাহকরা দুই লাখ টাকা পর্যন্ত তোলার সুবিধা পাবেন। বাকি আমানতও নিরাপদ থাকবে এবং প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে। মুখপাত্র বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং তোলার চাপ অনেকাংশে কমবে।