
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির নাম ও ঠিকানা উন্মোচন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, হাদি হত্যাকাণ্ডটি একটি রহস্যজনক ঘটনা এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনের মূল পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্ট সবাইকে চিহ্নিত করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে।
তদন্তে হত্যাকাণ্ডের পেছনে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী জানান, পুলিশ ২১৮ কোটি টাকার সই করা একটি চেক উদ্ধার করেছে। তিনি আশ্বাস দেন, আগামী ১০ দিনের মধ্যে—অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে—এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে।