
জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু হলে চারপাশের রাস্তা ব্লকেড করে দেওয়া হয়। এতে শাহবাগ, কাঁটাবন, টিএসসি ও মৎস্য ভবন অভিমুখে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শাহবাগ ব্লকেডে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের কর্মী আসাদুজ্জামান আসাদ।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শহিদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা এবং খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া, মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি।