
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে পা রাখার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই এই নিরাপত্তা বলয়ের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত জানানোর পর গত সোমবার সরকারের উচ্চপর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয় এবং কোথাও কোনো নিরাপত্তা ফাঁক না রাখতে তদারকির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানকে বহনকারী গাড়ির সামনে ও পেছনে থাকবে পুলিশের প্রটেকশন টিম। তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য ইতোমধ্যে ‘সিকিউরিটি ভেটিং’ কার্যক্রম শুরু করেছে ডিএমপি। একাধিক গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই করছে। যাচাইয়ে ইতিবাচক প্রতিবেদন না পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে নিরাপত্তার দায়িত্বে রাখা হবে না।
ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও ছদ্মবেশে গোয়েন্দা সদস্যরা তারেক রহমানের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। গুলশানে যাতায়াতের সময় কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠে থাকবে ডিএমপির সোয়াট টিম ও বোম ডিসপোজাল ইউনিট।
তারেক রহমানের বাসভবন ও অফিস এলাকায় ডগ স্কোয়াডের মাধ্যমে নিয়মিত সুইপিং করা হবে। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় তিনি অবস্থান করবেন। এই বাসার পাশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন। একই এলাকায় দলীয় কার্যালয়ে তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে।
এ ছাড়া গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়ি ভাড়া নিয়ে বিএনপির একটি অফিস স্থাপন করা হয়েছে। চারতলা এই ভবনে রয়েছে ব্রিফিং রুম, গবেষণা সেলসহ বিভিন্ন বিভাগীয় দপ্তর। এসব স্থাপনাতেও থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সিসি ক্যামেরা নজরদারি।
নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম জানান, তারেক রহমানকে পর্যাপ্ত পুলিশ প্রটেকশন দেওয়া হবে এবং বিমানবন্দর থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরার খবরে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। লন্ডন থেকে ঢাকাগামী ২৪ ও ২৫ ডিসেম্বরের বিমানের ফ্লাইটগুলোর সব শ্রেণির টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।