
দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০২, যা একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিটে ফ্লাইটটি আকাশযাত্রা শুরু করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের সঙ্গে এই যাত্রায় রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বড় পরিসরে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি সুবিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি সেখানে যাবেন বলে জানানো হয়েছে।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের মুখে মুখে শোনা যাচ্ছে একটিই স্লোগান— ‘লিডার আসছে’।