
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিলে মাত্র ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা অনুদান জমা পড়েছে। তিনি ফেসবুকে উল্লেখ করেন, এটি নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি।
ডা. জারা জানান, মোট ফান্ডরেইজিং লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। বিকাশের দৈনিক লিমিট শেষ হওয়ায় অনুদান গ্রহণে সাময়িক জটিলতা দেখা দিয়েছে, তাই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সহায়তার অনুরোধ করেছেন।
তিনি নির্বাচনী তহবিলের স্বচ্ছতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, নগদ অর্থ গ্রহণ না করে বিকাশ ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অনুদান নেওয়া হচ্ছে, যাতে প্রতিটি লেনদেন যাচাইযোগ্য থাকে। কোন মাধ্যমে কত টাকা এসেছে তা নিয়মিতভাবে জানানো হবে এবং প্রয়োজনীয় নথি নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
ডা. তাসনিম জারা আরও উল্লেখ করেন, সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পাওয়া গেছে, যা তাদের কল্পনার বাইরে ছিল। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের নির্বাচনী প্রচারণায় নতুন অনুপ্রেরণা যোগাচ্ছে।