
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে তাঁরা দশম গ্রেডে বেতন ও ভাতা পাবেন। নতুন বেতন স্কেলে প্রধান শিক্ষকদের মূল বেতন শুরু হবে ১৬ হাজার টাকা থেকে, যা সর্বোচ্চ ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত নির্ধারিত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী ১১তম গ্রেড (১২,৫০০–৩০,২৩০ টাকা) থেকে উন্নীত করে দশম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা প্রদান করা হয়েছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতির ভিত্তিতে অর্থ বিভাগ প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর বিষয়ে সম্মতিজ্ঞাপন দেয়। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদনের পর সব প্রক্রিয়া সম্পন্ন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ১৫ ডিসেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশ করা হয়।
দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকেরা দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে গত ২৮ অক্টোবর রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড দশমে উন্নীত করা হয়। এরপর পর্যায়ক্রমে সারাদেশের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে রয়েছেন, যেখানে তাঁদের শুরুর মূল বেতন ১১ হাজার টাকা। সহকারী শিক্ষকরা বেতন গ্রেড ১১তম করাসহ তিন দফা দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে এবং কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। মোট শিক্ষকের সংখ্যা পৌনে চার লাখের বেশি, যার মধ্যে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৬৯ হাজার ২১৬টি এবং বর্তমানে কর্মরত রয়েছেন ৩ লাখ ৫২ হাজার ২০৮ জন।