
দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামী দিনে বিশ্বজুড়ে একটি আদর্শ মডেল হিসেবে পরিচিতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই নতুন হাইব্রিড ভোটিং ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ভোটের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে। কমিশনের প্রত্যাশা, আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মান ও দক্ষতা আরও উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিবন্ধন কার্যক্রমে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতাও কামনা করেন সিইসি।
নাসির উদ্দিন জানান, পোস্টাল ব্যালট চালু করতে গিয়ে কমিশনকে একাধিক বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কানাডায় ডাক ধর্মঘটের প্রভাব, মধ্যপ্রাচ্যে প্রবাসী ভোটারদের নিবন্ধন জটিলতা এবং সাইবার নিরাপত্তা–সংক্রান্ত ঝুঁকি—সবকিছুই ধাপে ধাপে সামাল দেওয়া সম্ভব হয়েছে।
ভোটের পরিবেশ নিয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হলেও নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় ও সংশয় তত কমে যাবে। কমিশন একটি নিরাপদ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী।
প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে সিইসি বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে কমিশনের প্রতি জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার হবে বলেই তারা বিশ্বাস করেন।