
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার ঢাকার ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন ফরম তোলেন। এ সময় নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকির কথাও প্রকাশ্যে জানান জুলাই অভ্যুত্থানের এই নেতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশের পর তফসিল ঘোষণার আগের দিন ১১ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে প্রার্থী হওয়ার প্রক্রিয়ায় আরেক ধাপ এগিয়ে গেলেন আসিফ মাহমুদ। তাঁর জুলাইয়ের সহযোদ্ধারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করে নির্বাচনে অংশ নিলেও তিনি এখনো দলটিতে যোগ দেননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
নির্বাচিত হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগানোর কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসনিক অভিজ্ঞতা সমস্যার সমাধান ও সরকারি দপ্তরগুলোর কার্যক্রম বোঝার ক্ষেত্রে সহায়ক হয়েছে।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় আরেক নেতা শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে প্রার্থী হওয়ার প্রস্তুতির সময় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় রাজনীতিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সরকারের ব্যর্থতার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, আসামিদের শনাক্ত করা হলেও তাদের গ্রেপ্তার নিশ্চিত করা যায়নি, যা দুঃখজনক। তাঁর মতে, এই পরিস্থিতি শুধু তাঁর জন্য নয়, সব প্রার্থীর জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে ষড়যন্ত্র চলছে এবং বিভিন্ন সরকারি ও গোয়েন্দা সূত্র থেকে তাঁকে মাঝেমধ্যে নিরাপত্তা সতর্কতা দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণা নির্বিঘ্ন করতে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা–১০ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, প্রচারণা শুরুর আগেই পোস্টার, ব্যানার ও বুথ স্থাপনের মতো কর্মকাণ্ড চলছে, যা বন্ধ করা জরুরি।
ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা–১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম। জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। জাতীয় নাগরিক পার্টি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি।