প্রিন্ট এর তারিখঃ Jan 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
ময়মনসিংহে দিপু দাস হত্যার ঘটনায় ১২ আসামির রিমান্ড শুনানি আজ

ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পরে দাহের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১২ আসামির রিমান্ড শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেছে।
গ্রেপ্তাররা হলেন কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন (৪৬), শ্রমিকরা—তারেক হোসেন (১৯), লিমন সরকার (২২), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), এবং ভালুকার বাসিন্দারা—আজমল হাসান (২৬), আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), শাহিন মিয়া (১৯); এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মো. নাজমুল (২১)।
ময়মনসিংহ আদালতের পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানিয়েছেন, দুপুর ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন ধরানো হয়। দিপু চন্দ্র তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় দিপুর ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে শুক্রবার অজ্ঞাতপরিচয় ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা