
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় হিজরি ১৪৪৭ সনের রজব মাসের গণনা শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি দিনগত রাতে সারা দেশে ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে মেরাজ পালিত হবে।
রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ কারণে সোমবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, চাঁদ দেখার সংবাদ যাচাই-বাছাই শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৬ জানুয়ারি দিনগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। এ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।