
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ শরিফ ওসমান বিন হাদি। শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছালে উপস্থিত মানুষ নীরব শ্রদ্ধায় তাঁকে বিদায় জানান।
এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণাংশের মাঠ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও দোয়ার মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরেই তাঁর মৃত্যু হয়।
শুক্রবার তাঁর মরদেহ দেশে আনা হয় এবং ঢাকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের মধ্য দিয়ে তাঁর জীবনের শেষ অধ্যায়ের সমাপ্তি ঘটে। জাতীয় কবির সমাধিস্থলের পাশে তাঁর দাফন অনেকের কাছে এক গভীর আবেগ ও তাৎপর্যের প্রতীক হয়ে উঠেছে।