
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে সরাসরি রিপোর্ট করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে। অভিযোগ হোয়াটসঅ্যাপে 01308332592 নম্বরে অথবা ইমেইলে notify@ncsa.gov.bd ঠিকানায় পাঠানো যাবে।
এজেন্সি জানিয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বিটিআরসি’র মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে। একই সঙ্গে জনসাধারণকে সোশ্যাল মিডিয়াকে সহিংসতা তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার এবং দেশের নিরাপত্তা ও নাগরিক জীবনের প্রতি সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, ‘হেইট স্পিচ’ যা সরাসরি সহিংসতা সৃষ্টি করে বা সহিংসতার ডাক দেয়, তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। উল্লেখযোগ্য, সরকার কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট সরাসরি ডাউন করতে পারে না; শুধুমাত্র যৌক্তিক কারণে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করা যায়।