
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে দলটি। এ উপলক্ষে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
শুক্রবার ১৯ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য সরেজমিনে ভেন্যু ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমদ। তাঁদের সঙ্গে ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। ভেন্যু পরিদর্শনের সময় আয়োজনের সার্বিক প্রস্তুতি, জনসমাগমের সম্ভাবনা এবং ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি নেতারা জানান, তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি স্মরণীয় করে তুলতে চায় দলটি। সে লক্ষ্যে আগেভাগেই মাঠপর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজনে যেন শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষের ভোগান্তি কম হয়—সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এরই মধ্যে তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন এবং বিমানের টিকিটও নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, এই সংবর্ধনা অনুষ্ঠান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজন করা হবে।