
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে দু’টি শর্ত মানতে হবে—দুর্নীতিমুক্ত রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকারব্যবস্থায় পরিবর্তন চায় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। বিজয়ী হলে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। তিনি আরও জানান, বাংলাদেশ সবার দেশ, কোনো ধর্মের মানুষের ওপর দমনপীড়ন চলবে না এবং সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।
সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছেন জানিয়ে শফিকুর রহমান প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন ও নির্বাচনের সময় দেশে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনের পর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দেশীয় রাজনৈতিক পরিস্থিতি, হাদির লাশ গ্রহণ ও জানাজার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়। বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও জেলা-মহানগরীর দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। বৈঠকের পর সকল শাখাকে হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়। আগামীকাল সকাল ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।