
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতের রাজনৈতিক প্রভাবের অভিযোগের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে কর্মসূচিটি শুরু হয়।
বিকাল চারটার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে অগ্রযাত্রা থেমে যায়। সেখানে অবস্থান নিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রাস্তায় বসে পড়লে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে তারা মনে করেন। তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাদের আশ্রয় দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের আধিপত্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না।
আরেক সংগঠক ইসরাফিল ফরাজি বলেন, এই কর্মসূচি ছিল একটি সতর্কবার্তা। তিনি দাবি করেন, কিছু আন্তর্জাতিক তৎপরতার মাধ্যমে একটি নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কর্মসূচিকে হোসেন মার্কেট এলাকায় আটকে দেওয়া হয়। বিক্ষোভের কারণে যানজট সৃষ্টি হলে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মদ মাসুদ বলেন, ভারতীয় হাইকমিশনসহ আশপাশের এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে কর্মসূচির আগে কুড়িলের যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র দুপুরের পর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। আইভ্যাক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে কার্যক্রম স্থগিতের তথ্য জানায়।