
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত একটি মামলায় সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করা এই অভিযোগে রাজনৈতিক অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তার দেওয়া তথ্যানুযায়ী, মামলাটি তদন্ত শেষে এখন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর্যায়ে পৌঁছেছে।
এই মামলায় আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার অভিযোগে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে মামলাটি অগ্রসর হলো।
আইন অনুযায়ী, ট্রাইব্যুনাল অভিযোগ পর্যালোচনা শেষে পরবর্তী শুনানি ও কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও আইনি প্রক্রিয়া অনুসারে মামলার অগ্রগতি নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।