
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে চলমান টানাপোড়েনের প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র আজ বৃহস্পতিবার স্বাভাবিক কার্যক্রম চালু রাখবে বলে জানা গেছে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই ভিসা কেন্দ্র আগের দিন নিরাপত্তাজনিত সতর্কতার কারণে সাময়িকভাবে কার্যক্রম সীমিত করেছিল।
এই পরিস্থিতির মধ্যেই নয়াদিল্লি বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। ভারতের পক্ষ থেকে বলা হয়, কূটনৈতিক রীতি অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশা তাদের রয়েছে।
বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আলোচনায় ভারতীয় মিশনের নিরাপত্তা বিষয়টিই মুখ্য ছিল। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সব বিদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের হাইকমিশনার তলবের ঘটনাগুলো বাংলাদেশ-ভারত সম্পর্কের বিদ্যমান সংবেদনশীলতাকে আবারও সামনে এনেছে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দেশের বক্তব্য ও প্রতিক্রিয়ায় কূটনৈতিক আলোচনার মাত্রা বেড়েছে।
এ বিষয়ে ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ একটি কার্যকর ও বাস্তবভিত্তিক দ্বিপক্ষীয় সম্পর্ক চায়। তবে নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের উপদেশকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে উভয় দেশই আনুষ্ঠানিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু হওয়াকে সেই ধারাবাহিকতারই একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।